ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ৬৭ বোতল মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
মাধবপুরে ৬৭ বোতল মদ জব্দ জব্দ করা ৬৭ বোতল মদ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬৭ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাজেন্দ্রপুর মাঠ এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, দুপুরে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো. সাখাওয়াত হোসেনসহ বিজিবি সদস্যরা এসব মাদক জব্দ করেন।

এর মূল্য ১ লাখ টাকা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।