ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেলদুয়ারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
দেলদুয়ারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে মারিয়া (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারিয়া ওই এলাকার আব্দুল বাতেন সিকদারের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মজনু মিয়া বাংলানিউজকে জানান, বিয়ের অনুষ্ঠানে বাড়ির লোকজন ব্যস্ত ছিল। এসময় মেয়েকে দেখতে না পেয়ে তার মা আশপাশের বাড়িতে অনেক খুজাখুজি করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।