ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও ট্রাকের হেল্পার নিহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সামিট পাওয়ার প্ল্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে এক পথচারীকে চাপা দিয়ে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেল্পার ও পথচারী নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।