ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহনে বিকাশ কর্মীর ১৬ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
লালমোহনে বিকাশ কর্মীর ১৬ লাখ টাকা ছিনতাই আহত বিকাশ কর্মী

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ কর্মীর কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তুহিন নামে এক বিকাশ কর্মী আহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলার বিকাশ ডিলার মনসুর আলম বাংলানিউজকে জানান, বিকেলে ১৬ লাখ টাকা নিয়ে তুহিন ও শাহিন নামে দুই বিকাশ কর্মী এজেন্টদের মধ্যে টাকা বিতরণের জন্য যান।

এসময় পথে একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। এতে বাধা দিলে অস্ত্রের আঘাতে তুহিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।


আপর বিকাশ কর্মী শাহিন বাংলানিউজকে জানান, কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তুহিনকে আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ভোলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, বিকাশ কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা ঘটনার তদন্ত করছি। এছাড়া বিকাশ কর্মী শাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ৭ নভেম্বর চরফ্যাশন থেকে একইভাবে বিকাশ কর্মীর ১৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।