ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার উৎপাদনে ফিরছে দারোয়ানী টেক্সটাইল মিলস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সোমবার উৎপাদনে ফিরছে দারোয়ানী টেক্সটাইল মিলস

নীলফামারী: নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস সোমবার (২৭ নভেম্বর) থেকে ফের স‍ুতা উৎপাদনে ফিরছে।

সোমবার বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির এ সুতা উৎপাদন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

এছাড়া সেসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বীরপ্রতীক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া।

দারোয়ানী টেক্সটাইল মিলসটি পুনরায় সুতা উৎপাদনে যাচ্ছে, এ খবরে শুধু রংপুর বিভাগের তাঁতীরা নয়, দেশের বিভিন্ন স্থানের তাঁতীরা সন্তোষ প্রকাশ করেছেন। কারণ এ মিলের উৎপাদিত সুতো অনেক মানসম্মত।

সংশ্লিষ্ট সূত্রমতে, দারোয়ানী টেক্সটাইল মিলটি পুনরায় চালু হচ্ছে এমন খবরে এলাকায় সাজসাজ রব পড়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের অধীনে ১৯৮০ সালে ২৫ এপ্রিল দারোয়ানী টেক্সটাইল মিলটি উদ্বোধন করা হয়েছিল। সেসময় ১১ কোটি ৯০ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে ২৫ হাজার ৫৬টি জার্মানী টাকু মেশিন স্থাপন করে মানসম্মত সুতা উৎপাদন করা হতো। এ মিলের সুতা পেতে দেশের বিভিন্ন স্থানের তাঁতী ও ব্যবসায়ীরা দীর্ঘ লাইন ধরে অবস্থান করতো। সেসময় মিলে ৭০৪ জন শ্রমিক, ৯৭ জন কর্মচারী ও ২৫ জন কর্মকর্তা কর্মরত ছিলেন। মিলটি সুতা বিক্রিতে ছিল অত্যন্ত লাভজন প্রতিষ্ঠান। কিন্তু বিএনপি সরকারের সময় ১৯৯৫ সালে লোকসান দেখিয়ে এটি বন্ধ করে দেয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।