ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
রাঙামাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

রাঙামাটি: রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্রসহ ৪ জন আহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. পারভেজ (১৪), গোপাল কান্তি চাকমা (২৩), সায়ন চাকমা (২৭) ও অনিল কান্তি চাকমা (২০)।

স্থানীয়রা জানায়, গায়ে ধাক্কা লাগায় মো. পারভেজ নামে ৭ম শ্রেণির এক ছাত্রকে মারধর করে একদল যুবক। পরে খবর পেয়ে এলাকাবাসী হামলাকারী ভেবে অন্য তিন যুবককে মারধর করে।

আহত পারভেজ বাংলানিউজকে জানান, বন্ধুদের নিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে তার বন্ধুদের। পরে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হলে তার বন্ধুরা পালিয়ে গেলে তাকে ধরে মারধর করে যুবকরা।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়া বাংলানিউজকে জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।