ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে ৪৫ কেজি গাঁজা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ফুলবাড়ী সীমান্তে ৪৫ কেজি গাঁজা জব্দ 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার গজরকুটি সীমান্ত এলাকা থেকে ৪৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ৯৩৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৫ নম্বর সাব পিলারের পার্শ্ববর্তী ওই এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।  

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ক্যাম্পের বিজিবি’র টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।

পরে মাদক চোরাকারবারীরা ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে। এসময় গাঁজার পাটলা ফেলে পালিয় যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।  

লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।