ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
রূপগঞ্জে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক বিক্রেতাকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার তারাব পৌরসভার পবনকুল এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সিরাজুল ইসলাম ও পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার মালিপাড়া এলাকার খেদমত আলীর ছেলে লিটন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাংলানিউজকে জানান, পবনকুল ও মোগড়াকুলসহ আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন সিরাজুল ও লিটন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পবনকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।