বান্দরবান: বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্ট থেকে একনালা দেশীয় বন্দুকসহ মাংলাও মারমা (২১) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মাংলাও মারমা জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়ার বাসিন্দা কেওযাই মারমার ছেলে।
জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ বনপুর বাজার থেকে ইয়াংছা চেকপোস্ট অতিক্রমকালে গোপন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করে কুমারী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জানা গেছে, অজ্ঞাত আসামিরা পাঁচ হাজার টাকার চুক্তির বিনিময়ে একনলা দেশীয় বন্দুকটি অজ্ঞাতনামা কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তাকে ভাড়া করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এসআরএস