ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর আদালতে জেএমবি হামলার ১২তম বার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
গাজীপুর আদালতে জেএমবি হামলার ১২তম বার্ষিকী পালন আইনজীবী সমিতির উদ্যোগে শোক র‌্যালি

গাজীপুর: গাজীপুর আইনজীবী সমিতি ভবনে জেএমবি সদস্যদের আত্মঘাতী হামলার (একযোগ) ১২তম বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে কালো পতাকা উত্তোলন ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

এর আগে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে জেলা আইনজীবী সমিতি, জেলা জজশিপ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী আইনজীবী, সহকারী আইনজীবী সমিতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সুদীপ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ২০০৫ সালে জেএমবির আত্মঘাতি নৃশংস হামলায় চারজন আইনজীবীসহ ১০ জন নিহত হন। সেই দিনটিকে স্মরণ করে আইনজীবী সমিতি নানা কর্মসূচি পালন করে।  

এ সময় দায়ীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি করেন তিনি।

২০০৫ সালের ২৯ নভেম্বর আইনজীবী সমিতির হলরুমে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবীসহ নিহত হন ১০ জন। আহত হন আইনজীবীসহ বিচার প্রার্থী অনেকে। বোমার স্প্লিন্টারে ক্ষত, পঙ্গুত্ব ও গায়ে স্প্লিন্টার নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন আহত আইনজীবীরা।  

ওই ঘটনার একটি মামলায় ১০ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭।     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।