ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বগুড়ায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ   সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযান

বগুড়া: বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গোদারগাড়ি বাজার এলাকার বগুড়া-নওগাঁ সড়কের দুই পাশের প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান ফারুকী।


 
বিকেলে বগুড়া সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান অভিযানের বিয়ষটি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনারোধ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়েছে।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এতে দুর্ঘটনা অনেকটা কমে আসবে। যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলেও মতদেন সওজের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।