ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় কাজ করছেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
‘অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় কাজ করছেন শেখ হাসিনা’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ

যশোর: জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা শুধু অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের স্বপ্নই দেখেন না বা চিন্তাই করেন না, বরং প্রতিষ্ঠা করেও যাচ্ছেন। একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা সকলেই বাঙালি- এ চেতনায় মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন বীর জনতা।

তেমনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময় মানবতার কথা বলেন, দেশের সব মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন’।

যশোর শ্রীরামকৃষ্ণ মন্দিরের ‘উদ্বোধন ও উৎসর্গ’ উপলক্ষে তিনদিনের উৎসবের শেষ দিন বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ‘স্বামী বিবেকানন্দ ও সেবাযোগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মিয়ানমার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেদেশে আমি নিজেও আলোচনায় বসেছি। সে মতবিনিময়ে দেশটির এক দাবির প্রেক্ষিতে আমি স্পষ্ট জানিয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেন না। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করে রোহিঙ্গা প্রত্যাবর্তনে চুক্তি করেছেন। সব মিলিয়ে আমরা বিশ্বাস করি, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে’।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী পরদেবানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম এবং ভারতের বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী তত্ত্ববিনানন্দজী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, খুলনা বিভাগীয় রেঞ্জ পুলিশের ডিআইজি দিদার আহম্মেদ, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান এবং শতরূপা গ্রুপ ও ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জে এল ভৌমিক।

সন্মানিত আলোচক ছিলেন ভারতের গুজরাট রামকৃষ্ণ মঠ ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিখিলেশ্বরানন্দজী মহারাজ, ভারতের মুর্শিদাবাদ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বময়ানন্দজী মহারাজ এবং ভারতের চেন্নাই রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস্ হোমের সম্পাদক শ্রীমৎ স্বামী শুল্কদেবানন্দজী মহারাজ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ইউজি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।