ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সরোয়ার গ্রুপের এক সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
নারায়ণগঞ্জে সরোয়ার গ্রুপের এক সদস্য আটক র‌্যাবের হাতে আটক ইসহাক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সরোয়ার গ্রুপের সক্রিয় সদস্য সৈয়দ মো. ইসহাককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা। এ সময় তার কাছ থেকে জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রুপগঞ্জে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সরোয়ার গ্রুপের সক্রিয় সদস্য ইসহাককে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, আটক ইসহাক নরসিংদীর বেলাবো উপজেলায় বসবাস করতেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।