ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রায়হান হত্যার বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
রায়হান হত্যার বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন রায়হান হত্যার বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: বগুড়া শহরের সাবগ্রাম কুরসা উত্তরপাড়ার বাসিন্দা রায়হানের চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ নভেম্বর) ‍দুপুুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- আতিক হাসান মানিক, শুভ, স্বাধীন, আশিক, রাব্বি, সম্রাট, মুক্তার হোসেন, বিপ্লব, আপেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অত্র এলাকায় হঠাৎ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় রায়হান নামে নিরপরাধ যুবককে প্রাণ দিতে হয়েছে। অবিলম্বে রায়হান হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।