ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১২৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বরিশালে ১২৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ মাদককে না শপথ নিচ্ছে মাদকসেবী ও ব্যবসায়ীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ১২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

এ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও মাদকবিরোধী আলোচনা সভা এবং আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মাদকের চাহিদা ও সরবরাহ কমিয়ে আনতে পারলে ব্যবহারও কমে যাবে, যা নিয়ে পুলিশ কাজ করছে। তবে এখন মাদকের অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে। যে সব মাদকসেবী ও ব্যবসায়ী এ সুযোগ কাজে লাগাতে পারবে তাদের পুর্নবাসনসহ সমাজের স্বাভাবিক ধারায় ফিরে আসতে সহায়তা করা হবে। তবে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের আইনী লড়াই করতে হবে, এজন্য আদালতের ব্যয় কমাতে সহায়তা করা হবে। কিন্তু বিগত দিনের অপরাধের কারণে আইনের চোখে যে সাজা হবে তা মেনে নিতে হবে।

তিনি বলেন, সাজার পরে অন্ধকার জগতে ফিরে না হয় সেজন্য আমরা সহায়তা করতে পারি। এজন্য আপনাদের অন্ধকার জগতে ফিরে যাবেন না প্রতিজ্ঞা করতে হবে। এ সুযোগ যারা কাজে লাগাতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অনুষ্ঠান বুঝিয়ে দিয়েছে সমাজের সব স্তরের মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

গেস্ট অব ওনার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বলেন, পুলিশের এ উদ্যোগ অবশ্যই ভালো। তবে পুলিশ একা উদ্যোগী হলে হবে না, সমাজের সব স্তরের মানুষকে এ উদ্যোগের পাশে দাড়াতে হবে।

বিশেষ অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান বলেন, যারা আলোর জগতে ফিরে আসবেন তাদের পুর্নবাসনে সমাজকল্যাণ, যুব উন্নয়ন অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহায়তা করতে পারবে। যেসব জায়গা থেকে প্রশিক্ষণ, আর্থিক সুবিধাসহ সবকিছুই পাওয়া যায়। তাই সমাজের স্বাভাবিক ধারায় ফিরে আসাটা কঠিন কিছু নয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর বিক্রম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল,  গৌরনদীর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, বানারীপাড়ার উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও পৌর মেয়রসুভাষ চন্দ্র শীল, উজিরপুরের উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও পৌর মেয়র গিয়াস উদ্দীন বেপারী, মুলাদীর উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু খান, বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ বরিশাল রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও জেলার ১০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

অনুষ্ঠানের মাদককে না বলা মাদকসেবী ও ব্যবসায়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানান অতিথিরা। পরে জেলার ১০ উপজেলার ৫৮ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে পুর্নবাসনের লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।