ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই সেনপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে মেনে নেয়নি, তারাই বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

আর এ ভাষণ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশব্যাপী আন্দোলন করে কারাবাস পর্যন্ত করেছেন। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ আজ ইউনেস্কোয় স্বীকৃতি পেয়েছে। যা বাঙালি জাতির জন্য গৌরব ও আনন্দের।

ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট  মতিয়ার রহমান।

সেনপাড়া দুর্গামন্দির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আলী হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সম্পাদক সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।