ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ৪৫ মণ জাটকা জব্দ, ২ জনের অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পটুয়াখালীতে ৪৫ মণ জাটকা জব্দ, ২ জনের অর্থদণ্ড জব্দকৃত জাটকা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৪৫ মণ জাটকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।এসময় আটকদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করে হয়েছে।

তারা হলেন- পটুয়াখালীর কলাপড়া উপজেলার মিঠাগঞ্জের মৃত সিদ্দিক মল্লিকের ছেলে মো. রুবেল মল্লিক (২৮) ও একই উপজেলার মহিপুরের মৃত আবুল কালামের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৬)।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাইদ হোসেন ও জেলা মৎস কর্মকর্তা র্নিপেন্দ্র নাথ বিশ্বাসের উপস্থিতিতে সদর উপজেলায় এ অভিযান চালায়। অভিযানে ২টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক থেকে মোট ৪৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও এক লাইনম্যানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ১৫টি সরকারি/বেসরকারি এতিমখানা, মাদ্রাসাসহ ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।