ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর আর্টিলারি-সিগন্যাল কোরের কুচকাওয়াজ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সেনাবাহিনীর আর্টিলারি-সিগন্যাল কোরের কুচকাওয়াজ 

ঢাকা: চট্টগ্রাম ও যশোরে ২০১৭ সালে সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে আর্টিলারি ব্যাচের কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ও রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন।  

এ সময় সামরিক বাহিনীর কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, নবীন সৈনিকের অভিভাবকরা এবং বেসামরিক ব্যক্তিত্বরাও ছিলেন সেখানে।  

আর্টিলারি রেজিমেন্টের ২০১৭ রিক্রুট ব্যাচের সৈনিক (গানার ফিল্ড) মো. সাজ্জাদ হোসেনকে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত করা হয়।  

এছাড়া অস্ত্র প্রশিক্ষণে নবীন সৈনিক (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট) মো. শাহীন আলম, কুচকাওয়াজে নবীন সৈনিক (গানার ফিল্ড) মো. নাজিম হাসান এবং শরীরচর্চা প্রশিক্ষণে নবীন সৈনিক (গানার ফিল্ড) মো. আবু বকর সিদ্দিককে শ্রেষ্ঠ নবীন সৈনিক হিসেবে পুরস্কৃত করা হয়।  

এদিকে সিগনাল কোরের ২০১৭ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড যশোর সেনানিবাসের সিগন্যাল সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান কুচকাওয়াজ পরিদর্শন করেন।  

সিগন্যাল কোরে সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য রিক্রুট (টেকনিশিয়ান) মো. মোকাদ্দেস শেখকে ‘কর্নেল কমান্ড্যান্ট পদক’ এবং পেশা প্রশিক্ষণ বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট (ড্রাইভার সিগন্যাল) আরিফ মিয়াকে ‘ডাইরেক্টর সিগন্যাল পদক’ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।