ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মাটি খুঁড়ে পাওয়া গেল গুলিভর্তি ম্যাগজিন-গ্রেনেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সিলেটে মাটি খুঁড়ে পাওয়া গেল গুলিভর্তি ম্যাগজিন-গ্রেনেড এই ম্যাগজিন ও গ্রেনেড স্বাধীনতাযুদ্ধের সময়ের বলে মনে করছে পুলিশ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট মহানগরে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি ১৯টি ম্যাগজিন ও পাঁচটি গ্রেনেড জব্দ করা হয়েছে। এই ম্যাগজিন ও গ্রেনেড স্বাধীনতাযুদ্ধের সময়ের বলে মনে করছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) নগরের সুরমা নদীর দক্ষিণ পাড় শাহজালাল সেতু সংলগ্ন দরিয়া শাহ মাজার এলাকায় এই অস্ত্র পাওয়া যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাজার সংলগ্ন এলাকায় মাটি কাটার কাজ করতে গিয়ে পাঁচটি গ্রেনেড ও গুলিভর্তি ১৯টি ম্যাগজিন পাওয়া যায়।


 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড ও ম্যাগজিনগুলো সেনাবাহিনীর একটি দলের সহায়তায় জব্দ করা হয়।  

এই অস্ত্র মহান স্বাধীনতাযুদ্ধের সময় বাংকারে রাখা ছিল বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।