ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে লাইসেন্স না থাকায় পশু খাদ্যের ৮ দোকানের দণ্ড

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বদরগঞ্জে লাইসেন্স না থাকায় পশু খাদ্যের ৮ দোকানের দণ্ড

রংপুর: রংপুরের বদরগঞ্জে লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য বিক্রির দায়ে আট দোকানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হকের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক বাংলানিউজকে জানান, লাইসেন্স না থাকায় মৎস্য ও প্রাণিসম্পদের খাদ্যের ওই আট দোকানে অভিযান চালানো হয়েছে।

পরবর্তীতে আবারও অভিযান চালানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।