ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় মো. মোস্তফা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচায্য এ রায় দেন।
 
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০০৯ সালের ৮ মার্চ দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালি গ্রামে মাইনী নদীর পাশে চার বছরের একটি শিশুকে ধর্ষণ করেন মো. মোস্তফা।

মোস্তফা উপজেলার মধ্য বেতছড়ি এলকার মৃত করম আলীর ছেলে। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এই রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।