ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ-মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ-মানববন্ধন নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চৌমুহনী-সোনাপুর সড়কের গাবুয়া উপ-শহরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা নিরাপদ সড়কের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে।

এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগের শিকার হয়ে পড়ে বিভিন্ন যানবাহনের সাধারণ যাত্রীরা। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করায় তারা অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ ভূঁইয়া, সাংবাদিক আকাশ মো. জসিম, মুলতানুর রহমান মান্না, আবদুল করিম, কাজী আনোয়ার হোসেন মনু, কাজী অজি উল্যাহ, শেখ নুর সাহেদ, শেখ আরমান মিল্লাত, মিলন প্রমুখ বক্তব্য রাখেন।  

বক্তারা বলেন, গাবুয়া উপ-শহর নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সরকারি পাসপোর্ট অধিদপ্তর, বিভিন্ন সরকারি ব্যাংকসহ একাধিক জনহিতকর স্থাপনা রয়েছে। পাশাপাশি এ এলাকায় রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রাস্তায় কোনো স্পিডব্রেকার না থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে দৈনন্দিন চলাফেরা করতে গিয়ে শতশত শিক্ষার্থী জীবনের ঝুঁকি পোহাতে হয়। তাই সাধারণ মানুষসহ এসব শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার দাবিতে গাবুয়া বাজারের উত্তরে ও দক্ষিণে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।