ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১ ডিসেম্বর থেকে খাগড়াছড়িতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
১ ডিসেম্বর থেকে খাগড়াছড়িতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

খাগড়াছড়ি: ১ ডিসেম্বর থেকে খাগড়াছড়িতে স্মাট কার্ড বিতরণ শুরু হবে।

আপাতত খাগড়াছড়ি সদর উপজেলার ১টি পৌরসভা এবং ৫টি ইউনিয়নের মোট ৭৭ হাজার ৪১৯ জনকে স্মাট কার্ড দেয়া হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।


 
২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ভাইবোনছড়া ইউনিয়ন, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি গোলাবাড়ি ইউনিয়ন, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি কমলছড়ি ইউনিয়ন, ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি খাগড়াছড়ি ইউনিয়ন ও ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পেরাছড়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
 
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ বাংলানিউজকে জানান, স্মাট কার্ড নিতে পুরাতন ভোটারদের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। ২০১৪-২০১৫ সালের নতুন ভোটারদের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।