ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাবি দিয়ে প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না: নাহিদ  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
চাবি দিয়ে প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না: নাহিদ   শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: মূল জায়গা বিজি প্রেস থেকে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন, হঠাৎ করেই চাবি দিয়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা যাবে না। তবে পরীক্ষার দিন সকালে যে প্রশ্ন ফাঁস হয় তা বন্ধে নিশ্চয়ই ফলাফল পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে শিক্ষাবিদদের নিয়ে এক সভা শেষে প্রশ্নের জবাবে তিনি বলেন।  

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি দীর্ঘকালের, আগে প্রচার হয়তো হতো না।

প্রচার মাধ্যম ব্যাপক ছিলো না, হয়তো তাই।

‘দেখা যায় যে, পরীক্ষার দিন সকাল বেলা প্রশ্নপত্র আউট হয়ে যায়। যখন টিচার আউট করে দেয়, কেউ কেউ আমাদের বিরুদ্ধে প্রচারের জন্য ফেসবুকেও দিয়ে দেয়। সেই ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়ে আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে ঢুকতে দিচ্ছি। আমরা চেষ্টা করছি, যাতে প্রশ্ন ফাঁস না হয়। ’
 
শিক্ষাবিদদের নিয়ে সভা থেকে প্রশ্নফাঁস রোধে পরামর্শ এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা একটু একটু করে এগোচ্ছি। দেশে অপরাধ চিরকাল ধরেই আছে। খুন করলে ফাঁসি হয়, এটা কী বন্ধ হয়ে গেছে? প্রতিনিয়ত খুন হচ্ছে, বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে আবার খুন হচ্ছে।
 
‘হঠাৎ করেই চাবি দিলাম আর বন্ধ হয়ে যাবে, তা হবে না। আমরা অনেক দূর আগায়ে আসছি আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন। আগে বিজি প্রেস কোথায় ছিলো, সেখানে হয় না। জেলায় জেলায় হয় না, পরীক্ষা চলাকালে তিন মাসের মধ্যে হয় না, হয় পরীক্ষার দিন। আমরা ওই জায়গাটাতে পরামর্শ পেয়েছি, কীভাবে বন্ধ করবো। করতে গেলে নিশ্চয়ই আপনারা ফলাফল পাবেন, দেখবেন। ’
 
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ কিনা- এমন প্রশ্নে নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্ন ফাঁস হয় নাই এমন কোনো কাল দেখাতে পারবেন না। আমিও দেখেছি, ষাট বছর…। প্রতিবছরই হতো, তখন তো এই রকম মাধ্যম ছিলো না, ফেসবুক ছিলো না। এখন সহজে হয়ে যায় এবং বাইরের পাবলিকে জেনে যায়।
 
‘আমরা ব্যর্থ এই কথা বলছি না। আগে যেখান (বিজি প্রেস) থেকে হতো, সেটা (প্রশ্ন ফাঁস) আমরা বন্ধ করছি। আগে পরীক্ষার এক মাস হয়ে যেতো, এখন পরীক্ষার দিন ছাড়া আর হয় না। এই সকল জায়গায় আমরা একদম গুটিয়ে নিয়ে এসেছি। এসব সাফল্যে আপনারা বিবেচনা করবেন সফল না ব্যর্থ?”
 
প্রশ্ন ফাঁস রোধে সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আমরা গার্ডিয়ানদের (অভিভাবক) আহ্বান জানাচ্ছি, আপনি আপনার সন্তানদের নষ্ট করবেন না। দয়া করে তাকে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা- এ দিক থেকে মন ঘুরিয়ে পড়ার দিকে মন দেওয়ার চেষ্টা করুন।  

‘আহ্বান জানাচ্ছি টিচারদের কাছে, শিক্ষকবৃন্দ আপনারা দয়া করে শিক্ষার্থীকে ভালো শিক্ষা দিয়ে গড়ে তোলেন। তবেই আপনার স্বার্থকতা। ’
 
‘এখন বাপ যদি ছেলেকে বলে তুই ঘুমাস না বসে থাক, আমি গিয়ে প্রশ্ন নিয়ে আসি, আমরা কী বলবো? টিচার যদি বলে ক্লাসে পড়াবো না বাড়িতে টাকা দিলে পড়াব…। এসব বিষয়ে আমাদের পরিবর্তন আনতে হলে নীতি-নৈতিকতা, দায়িত্বশীলতা প্রয়োজন। ’
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।