ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ পুরস্কারের তালিকায় শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
‘ডিজিটাল ওয়ার্ল্ড’ পুরস্কারের তালিকায় শাবিপ্রবি

শাবিপ্রবি: দেশের বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইআইসিটি খাতে বিশেষ অবদানের জন্যে  ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ পুরস্কারের জন্য প্রথমবারের মতো মনোনীত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ মনোনয়নের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এই পুরস্কারের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবার মনোনীত হয়েছে শাবিপ্রবি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ  আগামী ৬-৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

উচ্চ শিক্ষা ক্ষেত্রে পুরস্কার প্রদানের জন্য সেরা ডিজিটালাইজড আই.সি.টি শিক্ষায় অবদান ও প্রযুক্তি ব্যবহারের উৎকর্ষতা বিবেচনায় শাবিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বারের মতো মনোনীত করা হয়েছে।

২০০৯-১০ সেশনে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে মোবাইলফোনে এসএমএস পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে শাবিপ্রবি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।