ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদরাসাকে অপরাজনীতি মুক্ত রাখতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
মাদরাসাকে অপরাজনীতি মুক্ত রাখতে হবে সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী-ছবি-বাংলানিউজ

কুমিল্লা: মাদরাসাগুলোকে অপরাজনীতি মুক্ত রাখতে হবে। অপ-রাজনীতি থেকে মাদরাসা ছাত্রদের দূরে থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জমিয়াতুল মোদার্রেছীন সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এবং তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে একনেক সভায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে ৪১৩ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় রেখে মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে। এতে মাদরাসা শিক্ষায় দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল সৃষ্টি হবে।

মাদরাসা শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, দেশ দিনে দিনে উন্নত দেশের দিকে এগিয়ে চলছে। আপনাদেরকেও এ উন্নয়নের জোয়ারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।  

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-অনুষ্ঠানের সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালিউল্লাহী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ বরুড়া উপজেলার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিমুল আলম চৌধুরী নজরুল এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।