ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাণীনগরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
রাণীনগরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোজাম্মেল হক স্বপন (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার চককুতুব এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।

খবর পেয়ে দুপুরে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার ঘরের বিছানার নিচে গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়।  

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।