ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
জীবননগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াড‍াঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের চাপায় ইউনুস শেখ (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উথলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস শেখ দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস এলাকার মৃত রমজান শেখের ছেলে। তিনি জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনুস শেখ অফিস শেষ করে মোটরসাইকেলে করে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার উথলী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে  ইউনুস শেখ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক কানিজ নাঈমা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।