ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে তুলার ট্রাকে আগুন, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
কালীগঞ্জে তুলার ট্রাকে আগুন, আহত ৩ কালীগঞ্জে তুলার ট্রাকে আগুন, আহত ৩

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তুলা ভর্তি একটি ট্রাকে আগুন নেভাতে গিয়ে তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী তুলা ভর্তি একটি চলন্ত ট্রাকের পেছনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটি থামায়।

এসময় আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাঈদ ইমরান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।