ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নুরুল আমিন (৪৫) নামে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল আমিন ওই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের অ্যাডভোকেট জিল্লুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুল আহাদের মাঝে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নুরুল আমিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে বলেন, বুকের বামদিকে দু’টি টেটাবিদ্ধ হয়ে নুরুল আমিন মারা গেছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।