ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১০৭ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১০৭ যাত্রীর জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১০৭ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (০২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী রেলওয়ে রুটের বিভিন্ন স্থানে ২টি ট্রেনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট-বুড়িমারী রেলওয়ে রুটের বিভিন্ন স্টেশনে কমিউটার ৫৬ ও ৬৬নং ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১০৭ যাত্রীর কাছ থেকে ৪ হাজার ৫ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।

এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।