ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘মনের অজান্তে কাউকে কষ্ট দিলে ক্ষমা করবেন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
‘মনের অজান্তে কাউকে কষ্ট দিলে ক্ষমা করবেন’ বাবাকে (আনিসুল) শেষ বিদায় জানিয়ে ছেলে নাভিদুলের কান্না, ছবি: হারুন

ঢাকা: ‘‘মনের অজান্তে কাউকে কষ্ট দিলে ক্ষমা করবেন। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। নিজের স্বার্থে কারোর মনে কোনোদিন কষ্ট দেননি মনে করি।’’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের বড় ছেলে নাভিদুল হক বাবা সম্পর্কে এসব কথা বলেন।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় নামাজে জানাজার শুরুতে নাভিদুল হক এসব কথা বলেন।

এরপর বনানীতে দাফন করা হয় স্বপ্নবাজ এই মানুষটিকে।

জানাজায় অংশ নেওয়া সবার প্রতি বিনীত অনুরোধ করে নাভিদুল বলেন, বাবাকে আপনারা অনেক ভালোবাসেন তার প্রমাণ নিজের চোখে দেখছি। লাখো মানুষ জানাজায় অংশ নিয়েছেন বাবার জন্য দোয়া করছেন। দেশের বাইরে থেকেও অনেক মানুষ দোয়া করছেন। বাবা নিজের স্বার্থে কারোর মনে কষ্ট দেননি। বৃহৎ স্বার্থে কোনো কিছু করতে গিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ছেলে হিসেবে ক্ষমা চাইছি। বাবাকে ক্ষমা করে দেবেন।

বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, বাবা শৃঙ্খলা পছন্দ করতেন। নগরী নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কারোর সমালোচনা করলে বাবা তার ভালো গুণও বলতেন। বাবা যদি কারোর সঙ্গে কোনো টাকা পয়সা বাকি করেন তবে আমার কাছে অথবা পরিবারের কাছে বলবেন। বাবার সমস্ত দেনা পরিশোধ করবো।

আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (০৬ ডিসেম্বর)। বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মিলাদ মাহফিল ও কুরআনখানির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

‘স্ক্রিনে তাকান না হলে মেয়রকে দেখা শেষ হবে না’
হ্যামিলনের বাঁশিওয়ালাই আমাদের মেয়র
আনিসুল হকের কুলখানি বুধবার

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।