ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাকে মারধরের অভিযোগ মেয়ে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
বরিশালে মাকে মারধরের অভিযোগ মেয়ে আটক

বরিশাল: বরিশালে মাকে মারধরের অভিযোগে মেয়ে মুনা আক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরের দিকে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মুনা আক্তার ওই এলাকার মো. হান্নানের মেয়ে ও নগরের জর্ডন রোডের বাসিন্দা রিয়াদ হোসেনের স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে মুনার স্বামী মাদকাসক্ত। তার সঙ্গে থেকে মুনাও মাদকাসক্ত হয়ে গেছেন। দুপুরে বাবার বাসায় গিয়ে মুনা তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর‌্যায়ে তার মাকে মারধর করেন তিনি।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেনের নির্দেশে ঘটনাস্থলে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই ফরিদ।

বাংলা‌দেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।