ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তরুণ প্রজন্মকে মহানবীর আদর্শের শিক্ষা দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
তরুণ প্রজন্মকে মহানবীর আদর্শের শিক্ষা দিতে হবে বিজয়ী এক শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: তরুণ প্রজন্মকে মহানবী (সা.) এর উত্তম চরিত্র ও আদর্শের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। 

শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলা প্রশাসন ও ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

এ জন্য আলেম-ওলামা ও অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। আমাদের প্রিয় নবীর আদর্শ তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।  

পরে কিরাত, হামদ-নাত, আজান, আবৃত্তি, উপস্থিত জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

মুসলিম ইনস্টিটিউটের সহ-সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন প্রমুখ।  

সমাপনী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- ময়মনসিংহ জিলা স্কুল মসজিদের পেশ ইমাম মুফতি মওলানা মোহাম্মদ আব্দুস সাকুর।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।