ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলতাব উদ্দিনের (৪৩) মৃত্যু হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কিশোরগঞ্জ সদরের লতিবাবাদ চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাব উদ্দিন কিশোরগঞ্জ সদরের লতিবাবাদ চরপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

তিনি অনন্যা সুপার পরিবহনের বাস চালক ছিলেন।  

স্থানীয়রা জানান, রাতে আলতাব উদ্দিন মোটরসাইকেলে গাইটালে যাচ্ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদরের লতিবাবাদ চক্ষু হাসপাতাল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাকে পেছন ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।