ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গ্রিন লাইন-২ লঞ্চের যাত্রা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
গ্রিন লাইন-২ লঞ্চের যাত্রা স্থগিত এমভি গ্রিনলাইন-২ এর ফাইল ছবি

বরিশাল: মাঝনদীতে বিকল হয়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আটকে থাকার ঘটনার পর ঢাকা-বরিশাল রুটে গ্রিন লাইন-২ লঞ্চ এর যাত্রা স্থগিত করা হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ( বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিজি শিপিং কর্তৃক ফিটনেস সনদ না দেওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্তৃক বরিশাল-ঢাকা রুটের দুর্ঘটনা কবলিত এমভি গ্রিন লাইন-২ লঞ্চ এর যাত্রা স্থগিত করা হয়েছে।

এতে গ্রিন লাইন (ওয়াটার বাস) এর দিবা সার্ভিসের লঞ্চ এমভি গ্রিন লাইন-২ কে পুনরায় ফিটনেস সনদ নিতে হবে।

এর আগে, শুক্রবার (০১ ডিসেম্বর) ঢাকা থেকে বরিশালে ফেরার পথে হিজলার ধূলিয়ায় আটকা পড়ে দিবা সার্ভিসের এমভি গ্রিনলাইন-২ লঞ্চ (ওয়াটার বাস)। পরে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের হস্তক্ষেপে বরিশাল থেকে ৩টি আভ্যন্তরীন রুটের লঞ্চ ঘটনাস্থলে পাঠানো হয়।  গ্রিন লাইন আটকে ৯ ঘণ্টা পরে রাত ১০ টায় যাত্রীরা বরিশাল নদী বন্দরে পৌঁছে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।