ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে এনজিও কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
যশোরে এনজিও কর্মীকে গুলি করে হত্যা এনজিও কর্মীক গোলাম কুদ্দুস ভিকু। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শহরতলীর নতুন উপ-শহরে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক এনজিও কর্মী খুন হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপ-শহর ‘সি’ ব্লক এলাকায়য় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম কুদ্দুস উপ-শহর ‘সি’ ব্লক এলাকার বাসিন্দা এবং প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা নামে একটি এনজিও’র নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাম কুদ্দুস বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে দু’টি হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোলাম কুদ্দুসের মুখের বাম পাশে শর্টগান দিয়ে গুলি করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।  

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।  

ঠিক কি কারণে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সেটা তদন্ত ছাড়া এখনই কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে জড়িতদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।