ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকের বাসায় চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকের বাসায় চুরি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের সাংবাদিক সৈয়দ সাব্বির আহমেদের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাসা থেকে একটি টেলিভিশন ও লাইসেন্স করা একটি বন্দুক চুরি করে নিয়ে যায়।

শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় শহরের দক্ষিণ মোড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির দৈনিক ইত্তেফাক পত্রিকার সহকারী সম্পাদক।

সাংবাদিক সাব্বির বাংলানিউজকে জানান, রাত ৮টায় তার মা বোনকে ঢাকার যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে দিয়ে যান। এ সময় বাসায় এসে দেখেন চোরেরা বাসার পেছনের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন ও লাইসেন্স করা একটি বন্দুক চুরি করে নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের ২ নম্বর ফাঁড়ির থানার পরিদর্শক মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ  ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।