ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় পিস্তল-গুলিসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
পুঠিয়ায় পিস্তল-গুলিসহ যুবক আটক পিস্তল-গুলিসহ যুবক আটক আবু সাঈদ ওরফে দোয়েল

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পিস্তল ও গুলিসহ আবু সাঈদ ওরফে দোয়েল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেলপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দোয়েল উপজেলার নামাজগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

রাতে র‌্যাপ-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ দোয়েলকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭ 
এসএস/এইচএমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।