ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সন্তানদের প্রতি নজর রাখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
সন্তানদের প্রতি নজর রাখুন বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে বক্তব্য রাখেছেন পুলিশ সুপার রশিদুল হক

লালমনিরহাট: লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় থাকে? কী করে?  কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন। সন্তানদের প্রতি নিয়মিত নজর রাখুন। পরিবারকে সাধ্যমত সময় দিন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গল মোড়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার রশিদুল হক আরো বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং জেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ প্রশাসন বিট- (এলাকা ভিত্তিক) পুলিশিং কার্যক্রম চালু করেছে।

পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। এতে অপরাধ দমনে এবং সেবা প্রদানে আরো একধাপ এগিয়ে যাচ্ছে লালমনিরহাট পুলিশ।

নাগরিকরা সজাগ থাকলেই সমাজের সব দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।

লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা পুলিশিং কমিটির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত কুমার সরকার, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, সদর থানা পুলিশিং কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।