ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা এলাকায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মাইনুদ্দিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। 

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আগরতলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিনের বাড়ি কসবা উপজেলায়।

 

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী ইমরান খাঁ (৩৪), তার স্ত্রী আফসানা হক সাথী (২৮), তাদের ছেলে আরিয়ান ও মোটরসাইকেল চালক জুয়েল (২২)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জুয়েল জানান, তিনি ও তার বন্ধু মাইনুদ্দিন মোটরসাইকেলে করে আখাউড়া বাইপাস সড়কের রেলসেতু এলাকায় ছবি তুলতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ভাতশালা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইনুদ্দিন নিহত হন। এতে আহত হন তিনি ও অটোরিকশার তিন যাত্রী।  

আহত চারজন শংকামুক্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।