ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনার জেলা প্রশাসক বদলি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
পাবনার জেলা প্রশাসক বদলি

ঈশ্বরদী (পাবনা): জনপ্রশাসন মন্ত্রণালয়ের রদবদলে পাবনার প্রথম নারী জেলা প্রশাসক রেখা রানী বালোকে বদলি করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালক করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তার স্থলে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জসিম উদ্দিন।

২০১৬ সালের জানুয়ারিতে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন রেখা রানী বালো। পাবনা জেলার ১৮৮ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি পাবনা জেলার ১৪০ তম জেলা প্রশাসক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।