ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মদ ও ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আখাউড়ায় মদ ও ইয়াবাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬৫ বোতল ভারতীয় মদ ও ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার মোগড়া ও রাধানগর এলাকায় আভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  আটকরা হলেন- উপজেলার মোগড়া বাজার এলাকার নোয়াব মিয়ার ছেলে ইউসূফ মিয়া (৩২), রাধানগর এলাকার রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী হোসনে আরা (৪০)।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬৫ বোতল ভারতীয় মদ ও ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।