ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বারহাট্টায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বারহাট্টায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার কংস নদ থেকে এনামুল হক (১৮) নামে এক নিখোঁজ কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কান্দাপাড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এনামুল উপজেলার স্বল্প দশাল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

এনামুলের বড় ভাই আব্দুস সাত্তারের বরাত দিয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম বাংলানিউজকে জানান, শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এনামুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে তখন নিখোঁজের ব্যাপারে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দেয়নি এনামুলের পরিবার।

মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।