ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর দক্ষিণপাড়া ও আকাবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে বাদল মিয়া ও আকাবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুজ্জামান।

স্থানীয়রা জানায়, বিকেলে মিরপুর দক্ষিণপাড়ার জলিল মিয়া বাড়ির গাছের ঢাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক বাদল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অপরদিকে আকবপুর গ্রামে আবু কালাম মিয়ার বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।