ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় খড় বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
মাগুরায় সড়ক দুর্ঘটনায় খড় বিক্রেতা নিহত

মাগুরা: মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আফসার সরদার (৫৫) নামে এক খড় বিক্রেতা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রাকযোগে খড় নিয়ে ঢাকায় যাওয়ার পথে আরেকটি ট্রাকের ধাক্কায় তার গাড়িটি উল্টে গেলে মৃত্যু হয় আফসারের।

তিনি শালিখা উপজেলা উচগ্রামের লোহাই সরদারের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন বাপি (১৭) ও মেহেদি (২৭) নামে দু’জন।
   
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আফসার মাগুরা থেকে ট্রাকযোগে খড় নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তার খড়বোঝাই ট্রাকটি রামনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে আফসারের খড়বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে মৃত্যু হয় তার।

আহত বাপি ও মেহেদিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
  
নিহত আফসারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।