ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে ডাম্পার চাপায় স্কুলছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
মহেশখালীতে ডাম্পার চাপায় স্কুলছাত্রী নিহত

কক্সবাজার: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী স্টেশনে  ডাম্পারের চাপায় সুমাইয়া জন্নাত দিয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জন্নাত উত্তর নলবিলা এলাকার নুরুল আবছারের মেয়ে ও চালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালিয়াতলী বালুমহাল থেকে বালু বোঝাই করে যাওয়ার পথে একটি ডাম্পার স্টেশনে অবস্থানরত সুমাইয়া জন্নাতকে ধাক্কা দিলে সে পড়ে যায়। ফের পেছনের দিকে ডাম্পারটি এসে আহত স্কুলছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাওন বাংলানিউজকে বলেন, নিহত স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ডাম্পারটি আকট করা হয়েছে। তবে ডাম্পারটি চালক ও সহকারী পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।