ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হতদরিদ্র তাঁতীতের মাঝে সুতা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
কুষ্টিয়ায় হতদরিদ্র তাঁতীতের মাঝে সুতা বিতরণ তাঁতীতের মাঝে সুতা বিতরণ করা হচ্ছে

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র তাঁতীদের মাঝে বিনামূল্যে তাঁত সুতা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার উর্মি স্বেচ্চাসেবী উন্নয়ন সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সংস্থার কার্যালয়ে এসব বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে উর্মি স্বেচ্চাসেবী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে হতদরিদ্র তাঁতীতের মাঝে বিনামূল্যে সুতা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।