ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক ৪

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে ওবায়দুর চোকদার (১০) নামে এক স্কুলছাত্রকে হত্যার ছয়দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মাদবরের চরের পুরাতন জাহাজঘাট এলাকার মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মারুফ (২০), ইমরান (১৮), মনির (১৭) ও রাকিব (২০) নামে চার যুবককে আটক করেছে পুলিশ।

ওবায়দুর মাদবরের চর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে। সে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের একটি দোকানে গেলে ফেরার পথে ওবায়দুরকে অপহরণ করা হয় । বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর থেকে ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় শুক্রবার (১৪ ডিসেম্বর) শিবচর থানায় জিডি করা হলে পুলিশ মারুফকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন ও তার দেওয়া তথ্যে অন্যদের আটক এবং মরদেহটি উদ্ধার করা হয়।

ওবায়দুরের মা জাহানারা বেগম বাংলানিউজকে জানান, অপহরণকারীরা ওবায়দুরকে ফিরিয়ে দিতে ১০ লাখ টাকা দাবি করেছিল। এরপর আর যোগাযোগ করেনি তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।