ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীসহ গুলিবিদ্ধ ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
গাজীপুরে ব্যবসায়ীসহ গুলিবিদ্ধ ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকায় ব্যবসায়ীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) রাতে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন-নান্দিয়া সাঙ্গুইন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. রুবেল আহমেদ (৩০) ও তার ওয়ার্কসপ কর্মচারী মোহাম্মদ হাসনাইন (২৬)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শ্রীপুরের রঙ্গিলাবাজার এলাকার রুবেল আহমেদের ‘রুবেল ইঞ্জিনিয়ারিং’ নামে একটি ওয়ার্কসপ রয়েছে।

রাত ৯টার দিকে ওয়ার্কসপ বন্ধ করে কর্মচারী হাসনাইনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।  গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেলের কোমরের নিচে এবং হাসনাইনের ডান পায়ের উরুতে গুলি লেগেছে।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭     
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।